রাঙামাটির রাবিপ্রবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩০ পিএম, ২০২৪-০৮-০৩

রাঙামাটির রাবিপ্রবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (৩ আগস্ট) সকালে শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আসামবস্তি-কাপ্তাই সড়কে প্রদক্ষিণ করে কিছুক্ষণ সড়কের উপর বসে বিক্ষোভ করে আন্দোলনকারিরা।


এসময় তারা শিক্ষার্থীদের নয় দফা দাবির পাশাপাশি সারাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরবর্তীতে ক্যাম্পাসের মূল ফটকে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাবিপ্রবি ম্যানেজম্যান্ট ৫ম ব্যাচের শিক্ষার্থী আব্দুল সাত্তার এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী গিয়াস উদ্দীন।


প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষার্থীরা দেশে চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের ন্যায্য দাবি মেনে নানিয়ে উল্টো আমাদেরকে গুলি করে হত্যা, মামলা হামলা করে ইতিহাসের ন্যাক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।

আমাদের সহকর্মী শিক্ষার্থীদের যে ভাবে খুন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারিরা জানায় শিক্ষার্থীদের হত্যাকারি খুনিদের বিচার করতে হবে। আটককৃত সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং শিক্ষার সুষ্ট পরিবেশ সৃষ্টি করতে হবে বলেও দাবি জানান তারা।