প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া'র প্রথম মৃত্যুবার্ষিকী পালন 


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩১ এএম, ২০২৪-০৮-০৩

প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া'র প্রথম মৃত্যুবার্ষিকী পালন 

প্রয়াত সাংবাদিক, দৈনিক প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি (সাবেক) ও পাহাড়ের আলোচিত সাংবাদিক ও সংগঠক পলাশ বড়ুয়ার প্রথম স্মরণ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

২ আগষ্ট (শুক্রবার) সকাল দুপুরে দীঘিনালা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর মল্লিক, প্রেসক্লাব সদস্য সোহেল রানা, আল আমিন এছাড়া সাংবাদিক আক্তার হোসেন, মহাসিন মিয়া সহ প্রয়াত পলাশ বড়ুয়ার বন্ধু মহলের অনেকেই।

সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া ছিলেন, পাহাড়ের আলোচিত সাংবাদিক, লেখক ও সামাজিক সংগঠক। তার লেখনীতে উঠে এসেছে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা।

পলাশ বড়ুয়া ছিলেন, দীঘিনালা-খাগড়াছড়ি সহ পাহাড়ের সাংবাদিকতার গৌরব। তাছাড়াও শত শত তরুণ-তরুণীদের দেখিয়েছেন সম্ভাবনা। স্মরণ ও সভা শেষে প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়ার আত্মার শান্তি কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়ার দুই সন্তান, ছোট ভাই সহ সহধর্মিণী উর্মি বড়ুয়া ও বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। সভায় পলাশ বড়ুয়ার সহধর্মিণী উর্মি বড়ুয়া অস্রুশিক্ত হয়ে বর্ণনা করেন দু'টি সন্তান নিয়ে তার মানবেতর জীবনযাপনের কথা।

উল্লেখ্য, গতবছরের ২ আগষ্ট হিটস্ট্রোক হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাহাড়ের আলোচিত প্রথম আলোর সাংবাদিক পলাশ বড়ুয়া।