আলমগীর মানিক | ০১:২৩ এএম, ২০২৪-০৬-৩০
আলমগীর মানিক
দীর্ঘ নয় বছর পর চলতি বছরের ২৯শে এপ্রিল রাঙামাটিতে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিতের প্রায় একমাস পরে এক বছর মেয়াদে রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার দিবাগত রাত পৌনে ১২ টার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইট আইডিতে কমিটির তালিকা আপলোড করে উল্লেখ করেন, আগামী ০১ (এক) বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার নিম্নোক্ত কমিটি অনুমোদন দেয়া হলো।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত তালিকায় মো: রনি হোসেনকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি ও সোহাগ চাকমাকে সাধারণ সম্পাদক করে সহ-সভাপতি পদে ৪০ জন, যুগ্ম সম্পাদক পদে ১০ ও সাংগঠনিক সম্পাদক পদে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন নেতৃবৃন্দ হলেন; সভাপতি: মোঃ রনি হোসেন, সাধারণ সম্পাদক: সোহাগ চাকমা।
সহ-সভাপতি: দীপঙ্কর দে, অভি মারমা, মঞ্জুরুল কবির ইমন, খালেদ সাইফুল্ল্যা রুবেল, হাসান মুরাদ, সোহেল চাকমা, তারেক হোসেন মাহিম, বেলাল খান, বনি মাহমুদ, তপন ত্রিপুরা, জাকির হোসাইন, এ কে এম ফজলুল হক সুজন, শাফিন মাহমুদ চৌধুরী প্রিয়, বিজয় বড়ুয়া শোভন, মোঃ আশরাফুল হক, আসিফ সালেহ বিন কামাল নোয়েল, মোঃ আব্দুল মোতালেব, ফাতেমা তুজ জোহরা রেশমী, ইউনুস মিয়া, নোবেল চাকমা, ইমাম হাসান, থুই মং চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মাহিন, আরিফুল ইসলাম মানিক, এ বি এম জোনায়েত, আজাদ আজিম রিমন, মান্না পাল, সাব্বির রহমান, মোঃ শাকিল আহমেদ, সাদমান আহমেদ তামিম, অপু দেবনাথ, মংসুইক্য মারমা (মং), মোঃ পারভেজ, উজ্জ্বল চাকমা, তাজুল ইসলাম রাজু, রুবেল ঘোষ, মিনহাজুর রহমান, মিঠু বড়ুয়া, মোঃ রাকিবুর রহমান, বকুল চাকমা।
১০ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা হলেন: সাইথোয়াই অং চৌধুরী (সুইথি চৌধুরী), আনোয়ার হোসেন কায়সার, সামশুল আলম, মোঃ সোহেল রানা, এন্টন চাকমা, আসাদুজ্জামান ইফাত, মুন্না দেব, প্রত্যয় চাকমা, মোঃ জুয়েল উদ্দিন, শুভ চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক পদে ১০ জন হলেন: নেছার উদ্দিন হৃদয়, বর্ষা চাকমা, তাসকিয়া রহমান, সুজয় চাকমা, আকিব মাহমুদ, মীর মোঃ মোসলেহ উদ্দিন ইমরুজ, অয়ন ত্রিপুরা শুভ, মোঃ নাজমুল হাসান বাপ্পু, মোঃ ইউসুফ হোসেন ও মধু মঙ্গল তঞ্চঙ্গ্যা।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের গহীন জঙ্গলে মুরুং ঝর্ণা নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...বিস্তারিত
আল মামুন : আল-মামুন শকুনের দল পার্বত্য চট্টগ্রাম নিয়ে ছিনিমিনি খেলছে উল্লেখ করে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আহমদ বিলাল খান পার্বত্য রাঙামাটিতে ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাং...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক বাংলাদেশের মানুষ সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছে ক্ষমতার পালাবদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদগুলোতে সদস্য নিয়োগের ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি স...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক প্রায় দেড় যুগ পর পার্বত্য রাঙামাটি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited