লংগদুতে ১২৬টি গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর


ড. মিল্টন বিশ্বাস    |    ১২:৩৩ এএম, ২০২৪-০৬-১২

লংগদুতে ১২৬টি গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের  ৫ম পর্যায়ে রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১২৬টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন এর মাধ্যমে বিতরণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান।

মঙ্গলবার ১১ জুন সকাল ১১টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে, উপজেলা প্রশাসনের আয়োজনে, লংগদু উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে* মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের  ৫ম পর্যায়ে লংগদু উপজেলার ১২৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলাপ্রশাসক রাঙ্গামাটি, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর বৃন্দ।