গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৫ পিএম, ২০২৪-০৫-২৮

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

ঘূর্ণিঝড়ের খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে । তার নাম রাসেল হোসেন (২১) । গতকাল গভীর সোমবার রাতে (২৭ মে ২০২৪) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

 

খাগড়াছড়ি ফায়ার ষ্টেশন ইনচার্জ জানায়, গতকাল খাগড়াছড়িতে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো খাগড়াছড়ি। রাতে ঘূর্ণিঝড় ও তীব্র বাতাসে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় গাছ পড়ে যায় । 

 

রাতেইখবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণ করতে কাজ শেষ করার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসলে রাসেল হোসেন বিদ্যুতায়িত হয় । 

 

পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । 

 

খাগড়ছড়ি ফায়ার ষ্টেশন ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, লাশ ময়না তদন্ত করে তার বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে ।

 

রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে । তিনি ২০২৩ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন ।