বান্দরবানে ১ কোটি ২৬ লাখ টাকার ৪টি উন্নয়ন  উদ্বোধন করলেন বীর বাহাদুর


নুরুল কবির    |    ০৩:৩৭ পিএম, ২০২০-১১-১৪

বান্দরবানে ১ কোটি ২৬ লাখ টাকার ৪টি উন্নয়ন  উদ্বোধন করলেন বীর বাহাদুর

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে ১কোটি ২৬লাখ টাকার চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩নভেম্বর) সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৩১ লক্ষ টাকা ব্যয়ে আইনজীবী সমিতির হল রুম নির্মাণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে আইনজীবী সমিতির তিনতলা ভবন নির্মাণ, ৪৫ লক্ষ টাকা ব্যয়ে জেলা ও দায়রা জর্জ আদালতের সভাকক্ষ নির্মাণ। এছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে আদালত চত্বরে জামে মসজিদের অজুখানা ও ইমামের বাসভবন নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী। 
এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন- আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের পাশাপাশি আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের ক্ষেত্রে উন্নয়ন ও অভাবনীয় সাফল্য এসেছে। এসময় তিনি বান্দরবান আইনজীবিদের কল্যানে সহযোগিতার আশ^াস দেন। 
বান্দরবান জেলা ও দায়রা জজ মোঃ এহ্সানুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ আবু হানিফ, যুগ্ম জেলা জজ নিশাত সুলতানা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, আইনজীবি সমিতির সভাপতি মো: ইলিয়াছুর রহমান, সাবেক সভাপতি মুহাম্মদ আবুল কালাম, জয়নাল আবেদীন, সধারণ সম্পাদক এমদাদ হোসেন, এ্যাডভোকেট ইকবাল করিমসহ আদালতের বিভিন্ন কর্মকর্তা ও আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।