নিজস্ব প্রতিবেদক | ১১:২০ পিএম, ২০২৪-০৫-০৭
পার্বত্য চট্টগ্রামে প্রথাগত শাসন ব্যবস্থায় নারী নেতৃত্ব শূন্য ছিল। সে সময় কোন নারী কারবারী, নারী হেডম্যান ও নারী মেম্বার ছিলনা। সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রেও নারী নেতৃত্ব ছিলনা। কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে। এখন পাহাড়ে পুরুষের পাশাপাশি নারী নেতৃত্বগড়ে উঠেছে।
এটি সম্ভব হয়েছে বর্তমান চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় এর প্রগতিশীল ইতিবাচক ভূমিকার কারণে।
চাকমা সার্কেলে বর্তমানে চার শতাধিক নারী কারবারী হিসেবে স্বিকৃতি পেয়েছে। যাদের সক্রিয় তৎপরতায় পাহাড়ী সমাজে এখন নারী জাগরণের হাওয়া বইছে।
আজ মঙ্গলবার রাঙামাটিতে উইম্যান্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ) এর উদ্যোগে নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প বিষয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রাঙামাটিস্থ মালেয়া ফাউন্ডেশন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উইভ এর নির্বাহী পরিচালক মিজ নাইউ প্রু মারমা মেরী। এতে অতিথি বক্তা ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, উইভ এর প্রকল্প সমন্বয়কারী নিধি চাকমা, বক্তব্য রাখেন, ফিল্ড অফিসার কণিকা চাকমা, উহ্লাচিং মারমা।
এছাড়া, সভায় বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত নারী কারবারী, নারী হেডম্যান ও নারী ইউপি মেম্বারগণ বক্তব্য ও মতামত ব্যক্ত করেন।
আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্যে ছিল, জেন্ডার সমতা, জেন্ডার বৈষম্য, জেন্ডার ভিত্তিক সহিংসতা, নারীবাদ ও নেতৃত্ব ( পার্বত্য চট্টগ্রামের নারী নেতৃত্ব নিয়ন্ত্রণের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ), সমসাময়িক নারী আন্দোলনসমূহ পর্যালোচনা, নেতৃত্ব বিকাশে উইভ’র ভূমিকা ও নারী নেত্রীদেও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।
গোলামুর রহমান-লংগদু : মৃত্যুর সনদ অনুযায়ী ব্যাক্তিটি মারাগেছে ২০১৬ সালের ৫তারিখ ১ মাসে। পরবর্তীতে ২০১৬ সালের ৮ মাসে এস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শোষণমুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সমাজের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিরোধে নাগরিক সমাজকে ভূমিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জেলা প্রশাসন। ১ নভেম্বর থেকে পর্যটকরা রাঙামা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক যে জয় বাংলা শ্লোগান দিয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, কোমলমতি শিক্ষার্থীদের উপর ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৪০ বছর পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এর কা...বিস্তারিত
ড. মিল্টন বিশ্বাস : আলমগীর মানিক পাহাড়ে বসবাসরত নতুন প্রজন্মের নারীদেরকে জরায়ুমুখ ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited