খাগড়াছড়ির ৩ উপজেলায় ৩৬ প্রার্থীর মনোনয়ন জমা 


নিজস্ব প্রতিবেদক    |    ১২:০৪ এএম, ২০২৪-০৪-২২

খাগড়াছড়ির ৩ উপজেলায় ৩৬ প্রার্থীর মনোনয়ন জমা 

খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে।

রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত খাগড়াছড়ির তিন উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য তিন পদে ৩৬ জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জোনায়েদ কবির সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন , ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা মভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মো. দিদারুল আলম, সন্তোষিত চাকমা, মো. নজরুল ইসলাম, সুশীল জীবন ত্রিপুরা, জ্ঞান রঞ্জন ত্রিপুরা, মো. আকতার হোসেন ও নির্নিমেষ দেওয়ান। ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদ উল্লাহ, মো. আবু হানিফ, মো. শাহাবউদ্দিন সরকার, মো. এরশাদ হোসেন ও ক্যউচিং মারমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণী ত্রিপুরা, নিপু ত্রিপুরা ও নিউসা মগ।

এ ছাড়া দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে মো. কাশেম ও ধর্ম জ্যোতি চাকমা। ভাইস চেয়ারম্যান পদে মো. মোস্তফা কামাল, মো. মজিবর ফরাজী, মো. সোলাইমান ও সুসময় চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সীমা দেওয়ান ও বিলকিছ বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

পানছড়িতে চেয়ারম্যান পদে মিটন চাকমা, চন্দ্র দেব চাকমা, শান্তি জীবন চাকমা, কালাচাঁদ চাকমা, সমর বিকাশ চাকমা ও মানেক পুতি চাকমা। ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন, জয় নাথ দেব, সঞ্চয় চাকমা, সৈকত চাকমা ও কিরণ ত্রিপুরা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিতা ত্রিপুরা ও সুজাতা চাকমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ২১ মে এ তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।