রুমার পর এবার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংক লুট  


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪৯ পিএম, ২০২৪-০৪-০৩

রুমার পর এবার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংক লুট  

মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৯ টায় বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের লুট ও অপহরণের রেশ কাটতে না কাটতেই এবার থানচি উপজেলায় অবস্থিত সোনালী ও কৃষি ব্যাংকে লুটের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম। তিনি বলেন,সোনালী ব্যাংকের থানচি শাখায় হামলার খবর পেয়েছি।

পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। তারা কাজ করছে।

থানচি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শিরা জানায়, দুপুর আনুমানিক ১২ টা ৫০ মিনিটের দিকে একটি স্বশস্ত্র বাহিনী থানচি বাজারে প্রবেশ করে প্রথমে একটি দোকানে নাস্তা করে।

এরপর দুই ভাগে বিভক্ত হয়ে ফাঁকাগুলি করতে করতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে প্রবেশ করে নগদে যা পাওয়া গেছে টাকাগুলো লুট করে নেয়। তবে কত টাকা লুট করা হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। পরে আইন শৃঙ্খলা বাহিনী ও মানুষের উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আবার ফাকাগুলি করতে করতে তারা বের পালিয়ে যায়। তবে কোন ব্যক্তিকে অপরহরণ করেনি বা কোন হতাহত হয়নি।