রাঙ্গামাটিতে নিয়ন্ত্রন হারিয়ে মিনিট্রাক খাদে; নিহত ২,আহত-২০


আলমগীর মানিক    |    ০৯:১৭ পিএম, ২০২৪-০২-২৯

রাঙ্গামাটিতে নিয়ন্ত্রন হারিয়ে মিনিট্রাক খাদে; নিহত ২,আহত-২০

আলমগীর মানিক

রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া আটটার সময় এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই নির্মান শ্রমিক বলে জানা যায়। নিহত ও আহত নির্মান শ্রমিকদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজন হলেন আরিফ ও সাব্বির। তারা দু'জনের বাসা রিজার্ভ বাজারের ২নং পাথরঘাটা এলাকায়। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 
সংশ্লিষ্ট সুত্র জানায় বৃহস্পতিবার(২৯ ফেব্রæয়ারী) সকালে রাঙ্গামাটি শহর থেকে একদল নির্মান শ্রমিক কাপ্তাই উপজেলায় ডালাইর কাজে যায়। সেখানে কাজ শেষ করে ডালাইর কাজের ব্যবহৃত মিক্র্যার মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) যোগে প্রায় রাঙ্গামাটিতে ফেরার পথে ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রীজে উঠার সময় ডালাইর মেশিনসহ মিনিট্রাক প্রায় একশ ফুট খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয় এবং কমপক্ষে  ২০ জন আহত হয়। 
দূর্ঘটনার খরব পেয়ে স্থানীয় এলাকাবাসী, ঘাগড়া আর্মী ক্যাম্পের সেনাবাহিনী, কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরন করে। রাত নয়টায় এ রির্পোট লেখার সময় নিহত ও আহত নির্মান শ্রমিকদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।