কাপ্তাই হ্রদে ডুবে কিশোরের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩৯ পিএম, ২০২৪-০২-২৯

কাপ্তাই হ্রদে ডুবে কিশোরের মৃত্যু

কাপ্তাই লেকে ডুবে এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীর আবদুল্লাহ জুবায়ের নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি শহরের পুরাতন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফুটবল খেলার সময় ফুটবলটি কাপ্তাই লেকের  পানিতে পরলে  বলটি পানি থেকে  তুলতে গিয়ে  ডুবে যায়। এসময়  অন্যান্য খেলোয়াড়রা কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেসে না উঠায় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়ার  কিছুক্ষণ  পর উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সে মৃত্যুবরণ করেছে।