রাঙামাটির শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ 


নিজস্ব প্রতিবেদক    |    ১২:০২ এএম, ২০২৪-০২-০৭

রাঙামাটির শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ 

রাঙামাটি শহরের অন্যতম পরিচিত বিদ্যাপীঠ শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি  ছিলেন বন, পরিবেশ,জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

অনুষ্ঠানে দীপংকর তালুকদার  বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে  শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, বর্তমান প্রধান মুজিবুর রহমানসহ অন্যান্যদের নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।  তার কৌশলী ও যোগ্য পরিচালনায় স্কুলটি একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন তালুকদার, শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানসহ  বিদ্যালেয়র শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্ককার বিতরণ করা হয় এবং পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।