ট্রাফিক আইন ভঙ্গ করায় খাগড়াছড়িতে একদিনে ৪০ মামলা


আল মামুন    |    ০৮:৫৫ পিএম, ২০২৪-০২-০৫

ট্রাফিক আইন ভঙ্গ করায় খাগড়াছড়িতে একদিনে ৪০ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করার অপরাধে অভিযান চালিয়ে ৪০টিরও বেশি মামলা এবং ৩০টি গাড়ি আটক করেছে খাগড়াছড়ি ট্রাফিক পুলিশ। এ সময় করা হয় জরিমানা। সোমবার (৫ ফেব্রুয়ারী ২০২৪) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ মামলা করে।

মামলার মধ্যে রয়েছে- উল্টোপথে গাড়ি চালানো, লাইসেন্স বিহীন গাড়ি চালানো, শহরের মধ্যে কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলার চালানো, যত্র-তত্র গাড়ি পার্কিং, গাড়ির ছাঁদে যাত্রী নেওয়া, ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালনোসহ রাস্তার ফুটপাত দখল মুক্ত করতে ট্রাফিক বিভাগ এ ধরনের উদ্যোগ নেয়।

অভিযান পরিচালনা কালে ট্রাফিক আইন লঙ্ঘনকারী'রা জানান, আমাদের মাথায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছিলো না। গাড়ির ছাঁদে যাত্রী নেওয়া এবং উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে আমাদের মামলা দেওয়া হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সুপ্রিয় দেব ও সার্জেন্ট তরুণ জানান, খাগড়াছড়ি পুলিশ সুপারের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করা এবং গাড়ির অবৈধ পার্কিং এর বিষয়ে বেশ কয়েক বার শর্তক করা পর এ ধরনের অভিযান চালানো হচ্ছে। এ অভিযান সপ্তাহ ব্যাপী চলবে। মূলত: ট্রাক্টর,অবৈধ টমটম, নসিমন, মোটরসাইকেল, হেলমেট ও লাইসেন্স বিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ ধারা চলমান থাকবে বলে জানান।

সদর থানা ওসি তানভীর হাসান জানান, পর্যটন নগরী খাগড়াছড়িকে যানযট মুক্ত পরিছন্ন রাখার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে এবং ট্রাফিক পুলিশের সহায়তায় আমরা এ অভিযান অব্যাহত রাখবো। ফুটপাতে অবৈধ কিছু রাখা যাবে না। নিদিষ্ট পার্কিং প্লেস ছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধ কোনো গাড়ি চলতে দেওয়া যাবে না। যাতে শহরটা সুন্দর রাখা যায় সেই চেষ্টায় আমরা অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।