নানিয়ারচরে বিষ পানে যুবকের আত্মহত্যা !


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৮ পিএম, ২০২৩-১২-২৪

নানিয়ারচরে বিষ পানে যুবকের আত্মহত্যা !

রাঙ্গামাটি নানিয়ারচরে বিষ পান করে  আত্মহত্যার চেষ্টা করেছেন,শনিবার (২৩শে ডিসেম্বর )সন্ধ‍্যায়  ৬.০০ টায় নানিয়ারচর  কাউন্সিল পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।


বিষপানের আলামত টের পেয়ে আত্মীয় স্বজন ও স্থানীয়রা  উদ্ধার করে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব‍্যরত চিকিৎসক সুচিকিৎসার জন‍্য রাঙ্গামাটি  সদর হাসপাতালে পাঠিয়েদেন।


মৃত ব‍্যক্তির ভাই আলো চাকমা জানান,পারিবারিক কলহের জের ধরে খুকুমনি(৩৪) চাকমা  (২২)  বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন,সে মনোকুমার খীসার পুত্র নানিয়ারচর সদর ২নং ইউনিয়নের কাউন্সিল পাড়ার বাসিন্দা।


২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা জানান, ঘটনাটি স্থানীয়দের মাধ‍্যমে জেনেছি, সুচিকিৎসা জন‍্য নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ  মুঠোফোনে  জানান,বিষ পানের কারন জানার চেষ্টা করছি,ময়না তদন্তের পর আমরা আইনি ব‍্যবস্থা নিব।