জুরাছড়ি জোনের আয়োজনে শান্তিচুক্তির ২৬ তম বর্ষপূর্তি উদযাপন 


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৮ পিএম, ২০২৩-১২-০২

জুরাছড়ি জোনের আয়োজনে শান্তিচুক্তির ২৬ তম বর্ষপূর্তি উদযাপন 

জুরাছড়ি জোনের আয়োজনে আজ শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষে র্যরালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুরেশ কুমার চাকমা চেয়ারম্যান উপজেলা পরিষদ জুরাছড়ি। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জোন কমান্ডার লেঃ কর্ণেল জুল কিফলী আরমান বিখ্যাত পিএসসি। 

তিনি বলেন, শান্তি চুক্তি ৭২ টি ধারার মধ্যে ৬৫ টি ধারা বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট ধারা গুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রক্রিয়াধীন রয়েছে এজন্য পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করেন। এসময় বক্তব্য রাখেন জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম। 

অপরদিকে জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে শান্তি চুক্তি বর্ষপূর্তি পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবর্তক চাকমা সদস্য জেলা পরিষদ সভাপতি জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগ। তিনি বলেন, বিএনপি সরকার কখনো শান্তি চুক্তি চাইনি, ১৯৯৭ সালে ২ ডিসেম্বর শান্তি চুক্তি সম্পাদনের সময় বিএনপি লংমার্চসহ কালো পতাকা মিছিল করেছিল।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা তবুও থেমে থাকেনি তার অধম্য সাহসিকতার ফলে পার্বত্য শান্তি চুক্তি জনসংহতি সমিতির সঙ্গে স্বাক্ষরিত হয়েছে। যার সুফল পার্বত্য এলাকার মানুষ পাচ্ছে। তাই আগামীতেও রাঙ্গামাটি আসনের নৌকার প্রার্থী দীপংকর তালুকদার কে জয়যুক্ত করার জন্য জুরাছড়িবাসীর প্রতি অনুরোধ করেন। 

সভায় বক্তব্য রাখেন জ্ঞানেন্দু বিকাশ চাকমা সাধারণ সম্পাদক জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগ।