তফসিলকে স্বাগত জানিয়ে জুরাছড়িতে আ'লীগের আনন্দ মিছিল


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৪:২৫ পিএম, ২০২৩-১১-১৬

তফসিলকে স্বাগত জানিয়ে জুরাছড়িতে আ'লীগের আনন্দ মিছিল

জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল নয় টায় দ্বাদশ জাতীয় নির্বাচনী তফসিল কে স্বাগত জানিয়ে জেলা পরিষদ রেস্ট হাউস থেকে আনন্দ মিছিল বের করেন নেতা কর্মীরা।

আনন্দ মিছিলে উপজেলা আওয়ামিলীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জ্ঞানেন্দু বিকাশ চাকমা সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামিলীগ জুরাছড়ি,  সন্তোষ বিকাশ চাকমা চেয়ারম্যান ২ নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ।

প্রবর্তক চাকমা বলেন, দেশের জনগণ বিএনপি কে বয়কত করেছে, আওয়ামিলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়।  

জননেত্রী শেখহাসিনা ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে যেভাবে উন্নয়ন হচ্ছে তাই আওয়ামিলীগ ছাড়া কোন বিকল্প নেই এজন্য রাঙ্গামাটি জেলার উন্নয়নের কর্ণধার রাজনৈতিক অভিভাবক জননেতা দীপংকর তালুকদারকে আবারও বিপুল ভোটে জয়যুক্ত করে জননেত্রী শেখহাসিনার হাত কে শক্তিশালী করার জন্য জুরাছড়ি বাসীর কাছে আহ্বান জানান।