রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রি:জে: ইমতাজ উদ্দিনের বিদায়ে লেকার্সের সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩৮ পিএম, ২০২৩-১১-১৪

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রি:জে: ইমতাজ উদ্দিনের বিদায়ে লেকার্সের সংবর্ধনা

মঙ্গলবার (১৪ নভেম্বর) ২০২৩ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও লেকার্স পাবলিক স্কুল এণ্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন,এনডিসি,পিএসসি মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান মহোদয়ের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জোনের জোন কমান্ডার ও পরিচালনা পর্ষদের সহ-সভাপতি লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পিএসসি, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,উপাধ্যক্ষ,শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা।

উক্ত বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য কাজী নজরুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মহসিন রানা ও ঐশ্বর্য চাকমা। বিদায়ী কমান্ডারকে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ চিত্রকর্ম তুলে দেওয়া হয়। এছাড়া অভিভাবক প্রতিনিধির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন জনাব মনিরুজ্জামান মহসিন রানা।
এসময় বিদায়ী অতিথি মহোদয় রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজকে একটি স্মার্ট টিভি উপহার প্রদান করেন। স্থিরচিত্র প্রদর্শনীর মাধ্যমে বিদায়ী কমান্ডার মহোদয়ের লেকার্সে অতিবাহিত স্মৃতি বিজরিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দেখানো হয়। পরে স্কুল প্রাঙ্গণে বিদায়ী অতিথি ফলজ গাছের চারা রোপণ করেন।

বিদায়ী অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ উদ্দিন,এনডিসি,পিএসসি মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষককদের প্রতি শ্রদ্ধা,বিনয়ী,ভদ্রতা,সম্মানবোধ বজায় রেখে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠলে সামগ্রিক উন্নয়ন সাধিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী কমান্ডার মহোদয়ের সাথে ফ্রেমে বন্দী হন সকল শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।