আল মামুন | ১১:২৭ পিএম, ২০২৩-১১-১২
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” নির্বাচনের ব্যস্ত প্রার্থীরা এখন ভোটারদের মন জয়ে। প্রতিদ্বন্দ্বীতায় মাঠে জয়ের জন্য মরিয়া সব প্রার্থীদের প্রানপন চেষ্টার ঘুরে বেড়াচ্ছেন উপজেলায় উপজেলায় থাকা ভোটারদের মাছে। এর মধ্যেও একে অপরের পক্ষে-বিপক্ষে অভিযোগের শেষ নেই তাদের।
নেতৃত্বে পথে জয়-পরাজয়ের সিঁড়িতে আরহণে কৌশলী প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠে। জয়ের প্রচেষ্টায় পিঁছিয়ে নেই কেউ। গ্রহণ যোগ্যতা আর হিসেব নিকেশের নানা সমীকরণের চিত্রে হিসেবের কথায় অংক কষা শুরু হয়ে গেছে অনেক আগ থেকে। তবে এক প্রার্থী অন্য প্রার্থীর দূর্বলতাকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রত্যাশিত পদে জয় বাগিয়ে নিতে চান নীরবে। তবে সে পথে জয় ছিনিয়ে আনার প্রচেস্টায় চেষ্টাহীন বসে নেই কেউ।
এ প্রতিষ্ঠানে প্রতিবারের মতো এবারে সভাপতি পদে ১ জন,সহ-সভাপতি পদে ১ জন,সাধারন সম্পাদক ১ জন,সহ-সাধারন সম্পাদক ১জন,দপ্তর সম্পাদক ১জন,কোষাধ্যক্ষ ১জন ও ৩ কার্য-নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছে ২১ জন প্রার্থী। তালিকা অনুযায়ী ২১ প্রার্থীর বিপরীতে ত্রিবার্ষিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে ১৬৫ জন ভোটার।
ফলে ভোটে নির্বাচিতরা নেতৃত্ব দিবে “খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর। কে আসছে নেতৃত্ব দিতে আর কেই বা হচ্ছে খাগড়াছড়ির শীর্ষ এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃত্বের কর্ণধার তা দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে ভোটাররা নেতৃত্ব বাঁছাই করতে সচেতন ভোটাররা প্রতিবারের মত প্রতিষ্ঠানের কল্যাণে কাজে নিয়োজিত থাকবেন এমন প্রার্থীদের বেঁচে নেবে বলে প্রত্যাশা সচেতন মহল ও ব্যবসায়ীদের।
সংগঠনটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩ এর ভোটে-সভাপতি পদে (চেয়ার) প্রতীকে হাজ¦ী মো: কাশেম,(ছাতা) নিয়ে কামাল হোসেন ও (আনারস) প্রতিকে কাজী মিজানুর রহমান। সহ-সভাপতি পদে- (বটগাছ) প্রতিকে দীন মোহাম্মদ, (হরিণ) প্রতীকে মিলন ফরাজী। সাধারন সম্পাদক পদে (গোলাপ ফুল) প্রতিকে মনির হোসেন, (উড়ো জাহাজ) প্রতিকে মজিবুর রহমান ও (দোয়াত কলম) প্রতিকে জাহাঙ্গীর আলম।
সহ-সাধারন সম্পাদক পদে- (নলকুপ) প্রতিকে জসিম উদ্দিন ও (চশমা) প্রতিকে বখতিয়ার উদ্দিন চৌধুরী। দপ্তর সম্পাদক পদে-(বই) প্রতিকে নজরুল ইসলাম ও (মাছ) প্রতিকে নূর নবী। কোষাধ্যক্ষ পদে- (দেওয়াল ঘড়ি) প্রতিকে আবুল কালাম ভূইয়া, (ফুটবল) প্রতিকে মো: মোস্তফা।
কার্য নির্বাহী সদস্য পদে- (টেবিল ফ্যান) প্রতিকে আবদুর রহমান, (টেলিভিশন) প্রতিকে আবদুল জব্বার, (দোয়েল পাখি) প্রতিকে উত্তম দে রনি, (মোবাইল ফোন) প্রতিকে হাজী খোরশেদ আলম, (হাতপাখা) প্রতিকে জামাল উদ্দিন,(বাঘ) প্রতিকে পংকজ বড়–য়া এবং (কলসি) প্রতিকে রফিক উদ্দিন সিদ্দিকী প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছে।
“খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করবে খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহির উদ্দিন,এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে হিল্টন ত্রিপুরা ও থৈইউপ্রু মগ দায়িত্ব পালন করবে এ নির্বাচনে।
উল্লেখ যে, এ নির্বাচনে চলতি বছরের ১৭,১৮,১৯ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ,জমা ২২ অক্টোবর,বাছাই ২৩ অক্টোবর, ৭ নভেম্বর প্রত্যাহার,৮ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৮ নভেম্বর ভোট গ্রহণের নির্ধারন করা আছে বলে সংগঠন সূত্র জানায়।
নিজস্ব প্রতিবেদক : শোষণমুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সমাজের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিরোধে নাগরিক সমাজকে ভূমিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জেলা প্রশাসন। ১ নভেম্বর থেকে পর্যটকরা রাঙামা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক যে জয় বাংলা শ্লোগান দিয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, কোমলমতি শিক্ষার্থীদের উপর ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৪০ বছর পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এর কা...বিস্তারিত
ড. মিল্টন বিশ্বাস : আলমগীর মানিক পাহাড়ে বসবাসরত নতুন প্রজন্মের নারীদেরকে জরায়ুমুখ ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের বার্তা নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited