পাহাড়ের ইটভাটাগুলোতে জ্বলছে বনজ কাঠ; অভিযানে জরিমানা


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৫ পিএম, ২০২৩-১১-০২

পাহাড়ের ইটভাটাগুলোতে জ্বলছে বনজ কাঠ; অভিযানে জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটায় বনের কাঠ জ্বালানো অপরাধে জমরিমানা করা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী ঘুমধুম ইউনিয়নের কয়েকটি ইটভাটায় অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামশুদ্দীন মো; রেজা।

সহকারী কমিশনার ভূমি শামশুদ্দীন জানান, বিভিন্ন এলাকায় অনুমোদন বিহীনভাবে গড়ে ওঠা কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন।

ইটভাটাগুলোতে বনের কাঠ জ্বালানী হিসেবে পোড়ানোসহ বিভিন্ন অপরাধে বিবিএম ব্রিকসের ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, পরিবেশ সুরক্ষার স্বার্থে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।