আলমগীর মানিক | ০৮:০৯ পিএম, ২০২৩-০৯-২৯
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘা আইড় মাছ। মাছটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মাছ জনৈক মৎস্য ব্যবসায়ি তৈয়বের দোকানে নিয়ে বিক্রির জন্য আনাহলে সেটি এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
কাপ্তাই হ্রদ থেকে আহরিত ২৩ কেজি ওজনের এতো বড় মাছটি পাইকারি ধরে ৫৭ হাজার ৫শ টাকায় বিক্রি করেছেন রিজার্ভ বাজারের মৎস্য ব্যবসায়ি আবু তৈয়ব।
বিগত কয়েক দশকে কাপ্তাই হ্রদে এই ধরনের বড় মাছ আর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় মৎস্য ব্যবসায়ি ও জেলেরা।
এদিকে খবর পেয়ে মাছটি বনরূপা বাজারের আরেকজন ব্যবসায়ি ২৫শ টাকা কেজি ধরে কিনে নিয়ে যায়। বাঘাআইড় মাছটি রাঙামাটির সুবলংয়ের কাপ্তাই হ্রদে জেলের জালে ধরা পরে। পরে সেটি জেলেসর্দারের মাধ্যমে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ব্যবসায়ি আবু তৈয়ব ও আব্দুস শুক্কুরের কাছে নিয়ে আসা হয়।
রিজার্ভ বাজারে দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ি রাখাল নাথ ও মোঃ ইউছুফ জানিয়েছেন, আমরা রাঙামাটিতে দীর্ঘ ৪০ বছর মাছের ব্যবসা করে আসছি। এই প্রথমবার এতোবড় বাঘাআইড় মাছ ধরা পড়লো স্বচক্ষে দেখলাম।
এদিকে, রাঙামাটি মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর উদ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা বিএম শাহিনুর রহমান মুঠোফোনে জানিয়েছেন, কাপ্তাই হ্রদে বাঘাআইড় মাছের অস্থিত্ব আগে থেকেই রয়েছে, বিগত ২০১৯, ২০২০, ও ২০২১ সালে কাপ্তাই হ্রদে ২ থেকে ৪ কেজি ওজনের বাঘাআইড় মাছ পাওয়া গেলেও এতোবড় বাঘাআইড় মাছ আগে ধরা পড়েছে এমন তথ্য আমার কাছে নাই আর আমি নিজে চোখেও দেখিনি।
নিজস্ব প্রতিবেদক : "সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প'' এর আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে ০২ ডিসেম্বর ২০২৩ তারিখ পা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ২রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙ্গামাটি জেলার কাপ্তাই জোনের উদ্যোগে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের আয়োজনে পার্বত্য শান্তি ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি শহরের চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামের সামনে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য শান্তিচুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের সমস্যা দিন দিন ঘনীভূ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : “পার্বত্য শান্তি চুক্তি”র ২৬ বছরেও পাহাড়ে অঁধরা শান্তি নামের সোনার হরিণ। এখনো থামেনী অস্ত্রব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited