রাঙামাটি রয়েল ক্লাবের কমিটি গঠন; সভাপতি বিপ্লব সম্পাদক কিংশুক


নিজস্ব প্রতিবেদক    |    ১১:০০ পিএম, ২০২৩-০৯-২৭

রাঙামাটি রয়েল ক্লাবের কমিটি গঠন; সভাপতি বিপ্লব সম্পাদক কিংশুক

মানবতার সেবার উদ্দেশ্যে নিয়ে বিশ্বের  বিত্তবান ব্যক্তিত্বদের নিয়ে গড়া লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং রাঙামাটি ফুরোমন এলিট এর ২০২৩-২৪ সেবা বর্ষের জন্য রাঙামাটি জেলায় নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে রাঙামাটি শহরের নিউ মার্কেটের আশিকা কনভেনশন হলের সম্মেলন কক্ষে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হন সমাজ ও উন্নয়নকর্মী আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কিংশুক চাকমা, অর্থ সম্পাদক নির্বাচিত হন  বাঞ্চা খীসা। এ কমিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটি গঠন সভায় বক্তারা বলেন  এ রয়েল ক্লাব বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। এ ক্লাব আর্ত মানবতার সেবায় কাজ করবে।

কমিটি গঠন অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের ক্লাবের প্রতিনিধি পারভিন আক্তারসহ ক্লাব লায়ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কমিটি গঠন অনুষ্ঠানে কেক কাটা ও রয়েল বেল বাজিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় নতুন কমিটিকে।