রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবসের র‌্যালী, ৪দিনের পর্যটন মেলা শুরু


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২১ পিএম, ২০২৩-০৯-২৭

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবসের র‌্যালী, ৪দিনের পর্যটন মেলা শুরু

সারাদেশের ন্যায়  পর্যটন শহর রাঙামাটিতেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
দিবসটি পালন উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন ৪দিনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
সকালে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক ঘুরে জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার জিমনেসিয়াম মাঠে চার দিনব্যাপি পর্যটন মেলার উদ্বোধন করেন।
মেলায় অর্ধশতাধিক স্টলে স্থানীয় বস্ত্র কারুশিল্প ও ঐতিহ্যবাহী খাবার সামগ্রী মেলার স্টলে প্রদর্শিত হচ্ছে।  মেলার পাশাপাশি জিমনেসিয়াম হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভা। সংসদ সদস্য দীপংকর তালুকদার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে  জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন,  পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বক্তব্য রাখেন। 
পর্যটন মেলা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত  সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।