জুরাছড়ি উপজেলায় জেলা প্রশাসকের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৭ পিএম, ২০২৩-০৯-২৬

জুরাছড়ি উপজেলায় জেলা প্রশাসকের মতবিনিময়

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আজ মঙ্গলবার জুরাছড়ি উপজেলা সফরকালে জনপ্রতিনিধি ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং হেডম্যান কার্বারীদের সাথে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধিরা নানান সমস্যার দিকগুলো উপস্থাপন করলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জুরাছড়ি উপজেলার শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন উন্নয়নের বিষয়ে সু দৃষ্টি রাখার কথা জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জুরছড়ি উপজেলার নবাগত ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

জেলা প্রশাসক  সফরকালে জুরাছড়ি থানা, পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। 

এছাড়া গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল এবং জুরাছড়ি উপজেলার উদীয়মান মহিলা প্রমীলা ক্রিকেটার খেলোয়াড়দের জন্য ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন।