বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উদযাপনে জেলা পরিষদের এক লক্ষ টাকা সহায়তা


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৪ পিএম, ২০২৩-০৯-২৬

বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উদযাপনে জেলা পরিষদের এক লক্ষ টাকা সহায়তা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে  এক লক্ষ টাকার সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি জেলা পরিষদ। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভা কার্যালয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর ও তাদের প্রতিনিধিদের হাতে এসব নগদ অর্থ তুলে দেন।

এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভার্প্রাপ্ত সভাপতি আলী হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, মারিশ্যা ইউনিয়নের হেডম্যান এন্ডু খিশাসহ সহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

এসময় পৌর মেয়র জমির হোসেন বলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি মহোদয়ের নির্দেশে রাঙ্গামাটি জেলা পরিষদ এই সহায়তা প্রদান করের। এসময় পৌর মেয়র জমির হোসেন সংসদ সদস্য দীপংকর তালুকদার (এমপি) ও জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।