নিজস্ব প্রতিবেদক | ০৭:০৭ পিএম, ২০২৩-০৯-২৫
রাঙামাটিতে স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন ও মাসিককালীন স্বাস্থ্যের যত্ন সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাঙামাটির কাউখালী উপজেলাধীন কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে লাইটশোর ফাউন্ডেশন ও জীবন ইয়ুথ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন ও মাসিককালীন স্বাস্থ্যের যত্ন সম্পর্কে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক কিশোরীকে নিয়ে মাসিক ব্যাবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করা হয়। এই সেশনে মাসিকের সময় স্বাস্থ্যবিধি ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারবিধি, ঋতুস্রাব বান্ধব স্যানিটেশন এবং সমাজে প্রচলিত নানা কুসংস্কার ও ভ্রান্ত ধারণা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় ও বিষয়টি ঘিরে ছাত্রীদের মধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অপরাজিতার সভাপতি সাইদা জান্নাত, সহ-সভাপতি তাহমিনা ইয়াছমিন সেশনটি পরিচালনা করেন।এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কাদের ও সিনিয়র শিক্ষিকাবৃন্দ। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সেনোরার পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় এবং একটি প্যাড বক্স স্থাপন করে দেওয়া হয়। মাসিকবান্ধব টয়লেট স্থাপনের জন্য অপরাজিতার পক্ষ থেকে "ডিগনিটি বক্স" ও ব্যাবহৃত প্যাড ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করে দেয়া হয়।
অপরাজিতার সভাপতি সাইদা জান্নাত বলেন, "আমরা মাসিক স্বাস্থ্য নিয়ে কিশোরীদের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছি। পার্বত্যাঞ্চলে এখনো মাসিকের ব্যাপারে মেয়েরা সরাসরি আলাপ করতে সংকোচ বোধ করে। সচেতনতার অভাবে, এখনো অনেকেই নোংরা কাপড় ব্যাবহার করে যা তাদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। আমরা স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড ব্যবহারের প্রতি তাদের উৎসাহ প্রদান করার পাশাপাশি এর সহজলভ্যতা নিশ্চিত করতে কাজ করছি।"
সেশনে অংশগ্রহণকারী ৭ম শ্রেণীর শিক্ষার্থী রুইথুইচিং মারমা জানায়, "আমি সবেমাত্র সপ্তম শ্রেণীতে এবং এই সেশনের আগে এভাবে মাসিক স্বাস্থ্য নিয়ে আমার পরিবারের কাছ থেকেও কোনরুপ ধারণা পাইনি। এখন আমি আমার প্রথম মাসিকের জন্য মানসিকভাবে প্রস্তুত।"
কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কাদের সার্বিকভাবে আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন এবং প্রথমবারের মত স্যানিটারি প্যাড বক্স স্থাপন করার মাধ্যমে যে একটি স্বাস্থ্যকর অভ্যাস তৈরী করে টেকসই উন্নয়নে ভূমিকা রাখছে আয়োজক সংগঠনগুলো তার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জীবন ইয়ুথ ফাউন্ডেশন ও লাইটশোর ফাউন্ডেশন এর উদ্যোগে ইতিপূর্বেও পার্বত্যাঞ্চলে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি করার জন্য সেনোরার ও অপরাজিতার সহযোগিতায় স্যানিটারী প্যাড বিতরণ করা হয়েছে। সম্পূর্ণ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে সেনোরা ও মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে অপরাজিতা। পার্বত্যাঞ্চলে মাসিক স্বাস্থ্যের যত্নে একটি টেকসই প্রকল্প গ্রহণ ও সচেতনতা বৃদ্ধিতে এই সেশন বিশেষ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক : "সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প'' এর আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে ০২ ডিসেম্বর ২০২৩ তারিখ পা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ২রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙ্গামাটি জেলার কাপ্তাই জোনের উদ্যোগে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের আয়োজনে পার্বত্য শান্তি ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি শহরের চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামের সামনে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য শান্তিচুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের সমস্যা দিন দিন ঘনীভূ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : “পার্বত্য শান্তি চুক্তি”র ২৬ বছরেও পাহাড়ে অঁধরা শান্তি নামের সোনার হরিণ। এখনো থামেনী অস্ত্রব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited