আঞ্চলিক দলগুলো আন্তরিক হলে পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে গতিশীলতা পেতো”


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৫ পিএম, ২০২৩-০৯-২১

আঞ্চলিক দলগুলো আন্তরিক হলে পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে গতিশীলতা পেতো”

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২২ কোটি টাকার ৬ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। আজ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা অডিটোরিয়ামে সম্মুখে ফলক উন্মোচন করে এ প্রকল্প গুলো  উদ্বোধন করেন। 

উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

একটি জায়গার উন্নয়ন করতে গেলে সড়ক ও অবকাঠামো উন্নয়ন করতে হয় বলে জানিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে শেখ হাসিনা সরকার খুবই আন্তরিক। কিন্তু পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রতিটি উন্নয়ন কাজ করতে গিয়ে প্রতিটি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে। পাহাড়ে আঞ্চলিক দল গুলোর আন্তরিকতা থাকলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন আরো গতিশীল হতো।

প্রকল্প গুলো হচ্ছে ৭ কোটি টাকা ব্যায়ে উপজেলা হতে উগলছড়ি ভায়া বটতলী বাজার রোড, ৫০ লক্ষ টাকা ব্যায়ে বাঘাইছড়ি উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ, ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে মাহিল্যা বাজার শেড নির্মান, ৫০ লক্ষ টাকা ব্যায়ে মাচালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ, ১১ কোটি টাকা ব্যায়ে মারিশ্যা বাজার জিসি-দুরছড়ি বাজার রাস্তা উন্নয়ন, ৫০ লক্ষ টাকা ব্যায়ে পতেঙ্গাছড়া ভুপেন্দ্রলাল কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বন্যার পানিতে ডুবে মৃত ৪ শিশুর পরিবারের মাঝে ৫ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন।