ভাঙ্গনের মুখে রাঙ্গামাটির ফিসারি বাঁধ


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৯ পিএম, ২০২৩-০৯-১৯

ভাঙ্গনের মুখে রাঙ্গামাটির ফিসারি বাঁধ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গনের মুখে পড়েছে রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধটি। সড়ক বাঁধটির ওপর হালকা ও ভারী সব ধরনের যানবাহন চলাচল করে। সড়ক ভেঙ্গে যেকোনও সময় বন্ধও হয়ে যেতে পারে যানবাহন চলাচল। এমন আশংকায় রাস্তার উপর লাল পতাকা টাঙিয়ে জরুরী সর্তকতা জারী করা হয়েছে । সড়ক বাঁধের ভাঙ্গন প্রতিরোধে গাছের বল্লি ও বালির বস্তা ফেলে সড়কটি রক্ষার চেষ্টা চালাচ্ছে সড়ক বিভাগ।
১৯৬০ সালে পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফূলী নদীতে কাপ্তাইয়ে বাঁধ দেয়া হলে কৃত্রিম কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়। এ হ্রদ ঘেরা রাঙ্গামাটি শহরে যাতায়াতের জন্য বনরূপা, রির্জাভ বাজার ও তবলছড়ি তিনটি এলাকাকে সংযোগ করতে ৬৬৩ মিটার দৈর্ঘের বাঁধের মাধ্যমে সংযোগ সড়ক নির্মান করা হয়। বর্ষায় কাপ্তাই হ্রদের পানি প্রবাহ বেড়ে পানির উচ্ছতা যখন বৃদ্ধি পায়, তখন হ্রদের পানি প্রায় সংযোগ সড়ক বাঁধের উচ্চতায় চলে আসে। ফলে পানির তোড়ে প্রতি বছর রাস্তার দুইপারের জায়গায় ভাঙ্গতে থাকে। এতে সড়কের যে অংশে ঝুঁকিপূর্ণ রয়েছে, সেখানে বল্লি­ দিয়ে প্রতিরক্ষা দেওয়ার চেষ্ঠা করে সড়ক বিভাগ।