নুরুল কবির | ০৪:৪৯ পিএম, ২০২৩-০৯-০৬
বান্দরবানের ক্যয়ামলং এলাকা থেকে অপহৃত ইট ভাটার ম্যানেজার মোহাম্মদ ইউসুফকে পাড়াবাসীর সাড়াসী অভিযানে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সোনাইঝিড়ি পাহাড়ি এলাকা থেকে ম্যানেজারকে উদ্ধার করা হয়। এদিকে, অপহরণকারী মংক্যচিং মারমা (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশের হাতে দিয়েছে এলাকাবাসি। পরে আরও দুইজনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
জানাগেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী সদর উপজেলার ক্যয়ামলং এলাকায় মকসুদ কোম্পানির ইট ভাটায় হানা দিয়ে ম্যানেজার মোহাম্মদ ইউসুফকে ধরে নিয়ে যায়। রাতেই বিষয়টি স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। এবং রাতেই স্থানীয়রা পাহাড় ঘিরে রেখে তাকে নানা জায়গায় খুঁজতে থাকে ।
বুধবার সকালে ১১টার দিকে আপহরণকারীদের মধ্যে একজনে নাস্তা নেওয়ার জন্য পাহাড় থেকে নেমে আসলে স্থানীয়রা ধাওয়া করে তাকে ধরে ফেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা পাহাড়ে ওঠতে শুরু করলে সন্ত্রাসীরা টের পেয়ে ম্যানেজারকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে নানা জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আরো ২ সন্ত্রাসীকে আটক করে।
ইট ভাটার মালিক মকসুদ কোম্পানি জানিয়েছেন, খবর পাওয়ার পর রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হয়েছে। কিন্তু ম্যানেজারকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মংপু মারমা জানিয়েছেন, সোনাইছড়ি পাহাড়ি এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে স্থানীয়রা সেখানে তল্লাশি চালায়।
এ অবস্থায় সন্ত্রাসীরা আস্তানা থেকে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এই সুযোগে ম্যানেজার মো. ইউসুফ পাহাড় থেকে নেমে আসে। ওই পাহাড় থেকে নেমে আসা একজন যুবককে আটক করা হয়েছে। সে পাহাড়ের উপরে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানানোর পর সেখানে তল্লাশি চালানো হয়। বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর জানিয়েছেন, স্থানীয়রা,পুলিশ এবং সেনাবাহিনীর প্রচেষ্টায় ম্যানেজারকে উদ্ধার করা হয়েছে।
আইয়ুব চৌধুরী : রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে ছবি সহ ভোটার হালনাগাদ কর্মসূচি ২০২৫,নির্বাচন অফিস কর্তৃক সমন্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি টিটু রাম দে’কে (২৫) গ্রেপ্তার করেছে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনাজোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক ...বিস্তারিত
লংগদু প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের বাংলাদেশ লাগোয়া একটি সীমান্ত জেলা থেকে বিশাল অস্ত্রের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited