নিজস্ব প্রতিবেদক | ০৩:২২ পিএম, ২০২৩-০৯-০৪
খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন। গত ৩ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত ভীতিহীন মনগড়া অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলনসহ ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।
এতে নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে রাজপথ। আওয়ামীলীগ নেতৃবৃন্দরা এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মিথ্যা অপপ্রচারে আওয়ামীলীগ ভীত নয় মন্তব্য করে ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানান।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমা,জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী,জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী,উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম এতে অংশ নেন।
এছাড়াও বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল্লাহ হিরো,শামীম চৌধুরী,আফতাব উদ্দিন চৌধুরী,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরিমল দেবনাথ, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল,জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,সাবেক জেলা ছাত্রনেতা ইকবাল বাহার,টিকো চাকমা উপস্থিত ছিলেন।
সমাবেশে বলেন, জাতীয় সংসদ নির্বাচন এলেই রফিকুল আলম, জাহেদুল আলম ও আওয়ামী লীগ বিরোধী দলের লোকেরা আওয়মী লীগের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়। উদ্দেশ্যমুলক ভাবে ফাঁয়দা লুটতে তৎপর স্বার্থনীশিমহল আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেন। এছাড়াও খাগড়াছড়িতে আওয়ামী লীগের জনপ্রিয়তা ধ্বংস করতে বিভ্রান্ত ছড়ানো অংশ হিসেবে একের পর এক অপপ্রচার সফল হবে না বলেও হুশিয়ারী জানান তারা। একই সাথে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামীলীগ নেতারা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘা আইড় ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় রাঙামাটি সদরের বন্দুক ভাঙা ইউনিয়ন থেকে পাস করা ১২০ জন শিক্ষার্থীকে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অবৈধ ভাবে চোরাচালানের সময় বিপুল পরিমাণ সেগুন গাছের গোল কাঠ জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়নের ৩৭ বিজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় পর্যটন শহর রাঙামাটিতেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি পালন উপলক্ষে র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জেলার সদর উপজেলাধীন জীবতলি ও মগবান ইউনিয়নের ৭শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে রাঙ্গামাটি সদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আজ মঙ্গলবার জুরাছড়ি উপজেলা সফরকালে জনপ্রতিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited