রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে স্কুল ছাত্র আহত 


রাজস্থলী প্রতিনিধি    |    ০৮:০৮ পিএম, ২০২০-০৯-০৩

রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে স্কুল ছাত্র আহত 

বন্য শুকরের আক্রমণে রাজস্থলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর এক ছাত্র গুরুত্বর আহত হয়েছে। সে উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি পাড়া অরুন চন্দ্র ত্রিপুরার ছেলে ঈশ্বরচন্দ্র ত্রিপুরা(৯)।

তার পরিবার সুত্রে জানা যায়, ঈশ্বর চন্দ্র প্রতিদিনের ন্যায় তার মায়ের সাথে জুম ক্ষেতে পাকা ধান পাহারা দেওয়ার সময় হঠাৎ পিছন থেকে বন্য শুকর আক্রমণ করে তার মুখ মন্ডল ও হাতের পাশে কামড় দিয়ে রক্তাক্ত করে ফেলে। তার মা চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। 

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত ডাঃ আজমিরা সুলতানা জানান।

বর্তমানে জুম ক্ষেতে পাকা ধান খাওয়ার জন্য প্রতিদিন বন্য শুকর ও বন্য প্রাণী অহরহ দেখা যায় বলে স্থানীয় কাপ্তাই মৌজার হেডম্যান বীরন্দ্র ত্রিপুরা জানান।