নিজস্ব প্রতিবেদক | ০৯:৫১ পিএম, ২০২৩-০৮-০৩
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবাগত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ পুস্পস্তবক অর্পণ করেন।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল ৮টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এর নেতৃত্বে ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১টায় টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়।
প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা গত ২৭ জুলাই ২০২৩খ্রি তারিখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে যোগদান করেন। বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদানের পর তিনি প্রথমবারের মতো ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে এবং পরবর্তীতে টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণের উদ্যোগ গ্রহণ করেন।
এ সময় টুংগী পাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবাগত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ তথা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে পার্বত্য ৩ জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা কখনো চাই না পার্বত্য চট্টগ্রামে কোন দাঙ্গা সংঘাত বিরাজমান থাকুক। আমরা উন্নয়নের লক্ষ্যে একযোগে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্গম পার্বত্য এলাকার উন্নয়নের জন্য দিকনির্দেশনা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে পার্বত্য এলাকার উন্নয়ন চালিয়ে যাচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এজন্য কৃতজ্ঞ।
এসময় বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এর সফর সঙ্গী হিসেবে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ও সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব) উপস্থিত ছিলেন।
এছাড়া বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজুয়ান খান, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী রাঙ্গামাটি, তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পালসহ বোর্ডের ঊর্দ্ধতন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আইয়ুব চৌধুরী : রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে ছবি সহ ভোটার হালনাগাদ কর্মসূচি ২০২৫,নির্বাচন অফিস কর্তৃক সমন্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি টিটু রাম দে’কে (২৫) গ্রেপ্তার করেছে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনাজোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক ...বিস্তারিত
লংগদু প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের বাংলাদেশ লাগোয়া একটি সীমান্ত জেলা থেকে বিশাল অস্ত্রের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited