নিজস্ব প্রতিবেদক | ০৯:০২ পিএম, ২০২৩-০৭-০১
ঈদের ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত রূপসী কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দিন থেকে শুরু করে আজ ঈদের ৩য় দিন পর্যন্ত বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়।
শনিবার ( ১ জুলাই) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা রিভারভিউ পার্কে অসংখ্য পর্যটক। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আসা ব্যবসায়ী সাকিব-তাহমিনা দম্পতি বলেন, এইবার ঈদ উদ্যাপন করার জন্য কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় পরিবার নিয়ে ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে।'
এছাড়া কাপ্তাই লেক প্যারাডাইস, প্রশান্তি পার্ক শিলছড়ির নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে বিনোদনপ্রেমীদের ভিড় দেখা যায়। এসব স্পটে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বেড়াতে এসেছেন। এ ছাড়া বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী, পাহাড়িকা পিকনিক স্পট, লেকশোর ও লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা ঈদের ছুটি উপভোগ করছেন।
কাপ্তাইয়ের প্রশান্তি পার্কে বেড়াতে আসেন রাঙামাটির জামান, রনি, সবুজ সহ অসংখ্য পর্যটক। তাঁরা বলেন, ‘কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত প্রশান্তি পার্কে ঈদের ছুটিতে এসে নির্মল বাতাস উপভোগ করছি।’
শিলছড়ি প্রশান্তি পার্কের দায়িত্বপ্রাপ্ত কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, ঈদের দিন থেকে পর্যটকের পদচারানায় মুখরিত রয়েছে প্রশান্তি পার্ক। তবে, আজকে পর্যটকের আগমন ঘটছে বেশি।
কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্টুরেন্ট এবং পড হাউসের পরিচালক নাছির উদ্দীন জানান, সম্পূর্ণ বাঁশ দিয়ে মনোরম পরিবেশে অবস্থিত আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটছে ঈদের ছুটিতে। ঈদের দিন থেকেই আজ পর্যন্ত মুখরিত আছে আমাদের রেস্তোরাটি। এছাড়া নিসর্গ পড হাউজের সবকটি কটেজ বুকিং রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : "সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প'' এর আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে ০২ ডিসেম্বর ২০২৩ তারিখ পা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ২রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙ্গামাটি জেলার কাপ্তাই জোনের উদ্যোগে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের আয়োজনে পার্বত্য শান্তি ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি শহরের চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামের সামনে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য শান্তিচুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের সমস্যা দিন দিন ঘনীভূ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : “পার্বত্য শান্তি চুক্তি”র ২৬ বছরেও পাহাড়ে অঁধরা শান্তি নামের সোনার হরিণ। এখনো থামেনী অস্ত্রব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited