বান্দরবানে ঠিকাদার-শ্রমিকসহ দু’জনকে অপহরণ করেছে কেএনএফ সন্ত্রাসীরা


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫৫ এএম, ২০২৩-০৬-১০

বান্দরবানে ঠিকাদার-শ্রমিকসহ দু’জনকে অপহরণ করেছে কেএনএফ সন্ত্রাসীরা

পার্বত্য বান্দরবানে কএনএফ সন্ত্রাসীদের হাতে দুই ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। অপহৃতদের মধ্যে একজন ঠিকাদার ও অপরজন শ্রমিক বলে জানাগেছে। বান্দরবানের রুমার বগালেক সড়কের উপর থেকে তাদের অপহরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে দিকে বগালেক এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতরা হলেন ঠিকাদার মোহাম্মদ ইদ্রিস ও শ্রমিক মোহাম্মদ আওয়াল। 

সন্ত্রাসীরা চারজনকে অপহরণ করলেও দ'জনকে ছেড়ে দেয়। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুল হক অপহরণের কথা স্বীকার করে সাংবাদিকদের জানিয়েছেন কে বা কারা অপহরণ করেছ তা আমরা এখনাে খবর পাইনি। তবে নিরাপত্তাবাহিনী এ বিষয়ে খবর নিচ্ছে বলে তিনি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে রুমা উপজলার বগালেক কেওক্রাডং সড়কে কাজ করার সময় কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া এলাকার জসীম উদ্দীন, রিপন বডুয়া, মােহাম্নদ ইদ্রিস ও মােহাম্মদ আওয়ালকে অপহরণ করে নিয়ে যায় সন্ধ্রাসীরা। পরে জসীমউন্দীন ও রিপনকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনার পর ওই এলাকায় উন্নয়ন কর্মকাণ বন্ধ হয়ে গেছে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ অপহরণের কথা সবীকার করেছে।

এদিকে এ অপহরণ ঘটনার পর ওই এলাকায় আতন্ক বিরাজ করছে শ্রমিকদের মাঝে। কেএনএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দাবি-দাওয়া না মানা পর্যন্ত তারা এ ধরনের কর্মকাণ অব্যাহত রাখবে।

প্রসঙ্গত গত প্রায় তিন মাস ধরে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি থানচি উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ বন্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকায় পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। সম্প্রতি বান্দরবানে সাংবাদিকদের সাথে এক আলােচনায় সেনাপ্রধান বলেছেন খুব শীদ্রই এসব এলাকায় সন্দ্রাসী কর্মকান্ড বন্ধ করা হবে।