নিজস্ব প্রতিবেদক | ১১:৪৬ পিএম, ২০২৩-০৬-০৮
চট্টগ্রাম সেনানিবাস ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র নির্দেশনায় খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার এর সার্বিক তত্ত্বাবধানে অদ্য ৮ জুন ২০২৩ খ্রিস্টাব্দে আনুমানিক দেড় ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিক্যাল দল, অসামরিক প্রশাসনের ২ জন স্বাস্থকর্মী, প্রয়োজনীয় ঔষধ, শুকনা খাবার এবং বিশুদ্ধ খাবার পানিসহ বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার জন্য গমন করে।
উল্লেখ্য যে, লংথিয়ান পাড়া, অরুন কার্বারী পাড়া এবং শিয়ালদহসহ আশেপাশের কিছু এলাকায় বিগত কয়েকদিন যাবত ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেছে বলে তথ্য পাওয়া গিয়েছে। গতকাল রাতে রাঙামাটি জেলার জেলা প্রশাসক কর্তৃক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার এর কাছে এই ব্যাপারে সহায়তা চাওয়া হলে তৎক্ষণাৎ ৬ ইবি তথা বাঘাইহাট জোন এর একটি টহল দল প্রয়োজনীয় ডাক্তার এবং ঔষধ সামগ্রী সহ পায়ে হেটে প্রত্যন্ত অঞ্চলের উদ্দেশ্যে রওনা দেয়।
এছাড়া ৫৪ বিজিবির ডাক্তারসহ ১টি দল পায়ে হেটে শিয়ালদহ বিওপির দূরবর্তী লংথিয়ান পাড়া ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ডাক্তারসহ একটি দল, বেসমরিক প্রশাসনের ২ জন স্বাস্থকর্মী হেলিকোপটার যোগে শিয়ালদহ এলাকার উদ্দেশ্যে গমন করে। মেডিকেল দলগুলো লংথিয়ান পাড়া,অরুণ কার্বারি পাড়া ও শিয়ালদহ এলাকায় আনুমানিক ৩৫০-৪০০ জন মুমূর্ষ রোগী ও ডায়রিয়ায় আক্রান্তের মাঝে ঔষধ, স্যালাইন, শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে।
আর্তমানবতার সেবায় বেসামরিক প্রশাসনের সমন্বয়ে বাংলাদেশ সেনাবহিনী, বিমান বাহিনী ও বিজিবির এই মেডিকেল ক্যাম্পেইন ও মানবিক চিকিৎসা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘা আইড় ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় রাঙামাটি সদরের বন্দুক ভাঙা ইউনিয়ন থেকে পাস করা ১২০ জন শিক্ষার্থীকে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অবৈধ ভাবে চোরাচালানের সময় বিপুল পরিমাণ সেগুন গাছের গোল কাঠ জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়নের ৩৭ বিজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় পর্যটন শহর রাঙামাটিতেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি পালন উপলক্ষে র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জেলার সদর উপজেলাধীন জীবতলি ও মগবান ইউনিয়নের ৭শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে রাঙ্গামাটি সদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আজ মঙ্গলবার জুরাছড়ি উপজেলা সফরকালে জনপ্রতিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited