ঢাকা প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো কার্যালয় উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫৭ পিএম, ২০২৩-০৬-০৪

ঢাকা প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো কার্যালয় উদ্বোধন

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক "ঢাকা প্রতিদিন" এর চট্টগ্রাম ব্যুরো কার্যালয় উদ্বোধন করা হয়। গতকাল রবিবার চট্টগ্রামের পত্রিকা পাড়া খ্যাত চেরাগীস্থ লুসাই ভবনের তৃতীয় তলায় আজ পত্রিকার যাত্রা শুরু হয়।
 নবনিযুক্ত ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক জুবায়ের সিদ্দিকী সভাপতিত্বে ব্যুরো কার্যালয় উদ্বোধন করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মঞ্জুরুল বারী নয়ন। এ সময় আরো উপস্থিত ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ বিশিষ্ট সাংবাদিক জাতীয় দৈনিক দেশবাংলা'র সম্পাদক সাঈদুর রহমান রিমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক নেতা ও দৈনিক ভোরের পাতার মফস্বল সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল,   নেতৃবৃন্দ বলেন নতুন ধারার নতুনত্ব নিয়ে নতুন দিনের জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পাঠকের চাহিদা মাথায় রেখে ভিন্ন ধারার কারিকুলামে যাত্রা শুরু করেছে। এ সময় চট্টগ্রামের বিভিন্ন জেলা মহানগর ও মফস্বল প্রতিনিধিবৃন্দ‘র মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র রিপোর্টার আশরাফ আহমেদ, ষ্টাফ রিপোর্টার ইসমাইল ইমন, ভোরের পাতার বিশেষ প্রতিনিধি এ এইচ এম কাউছার,ষ্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন চৌধুরী, ইব্রাহিম খলিল, সালাউদ্দিন রাসেল, বান্দরবান জেলা প্রতিনিধি উ থোয়াই চিং মারমা (রনি), রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোকাদ্দেম সাঈফ ও তানভীর আহমেদ। অনুষ্ঠানে  দৈনিক ঢাকা প্রতিদিনের চট্টগ্রাম বিভাগিয় সমন্বয়ক সোহাগ আরেফিন ও  রাঙ্গামাটির বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা পেশাদার সাংবাদিকের সম্পাদনায় প্রকাশিত ঢাকা প্রতিদিনপত্রিকায় বৃহত্তর চট্টগ্রামের অনিয়ম, দুর্নীতি, সমস্যা, দুর্ভোগের বাস্তবচিত্র তুলে ধরার ব্যাপারে বিশেষভাবে আহবান জানান। তারা বলেন, ‘কেবল বাণিজ্যিক কাজে ব্যবহার নয়, সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল ও সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা আমরা দেখতে চাই।’ জেলা উপজেলা প্রতিনিধিরা পেশাদারিত্বের ক্ষেত্রে আপোষহীন ভূমিকা পালনে অঙ্গিকারাবদ্ধতা প্রকাশ করেন। এর আগে বেলা সাড়ে ১১ টায় ঢাকা প্রতিদিন এর সম্পাদকসহ বিশেষ অতিথিবৃন্দ লুসাই ভবনে উপস্থিত হতেই ব্যুরো চীফ জুবায়ের সিদ্দিকী ও টিম সদস্যরা ফুলেল শুভেচ্ছায় সম্মাননা জানান।