রাঙামাটির বরকলে বজ্রাঘাতে আহত-৩; মারাগেছে গবাধি পশু


আলমগীর মানিক    |    ১০:২০ পিএম, ২০২৩-০৫-৩১

রাঙামাটির বরকলে বজ্রাঘাতে আহত-৩; মারাগেছে গবাধি পশু

রাঙামাটির বরকলে বজ্রপাতের আঘাতে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, আনসার ভিডিপি সদস্য মোঃ সুলতান (৫৭), মোঃ হেলাল উদ্দিন (৪২), মোছাঃ পারভীন আক্তার (৬০)। তারা সকলেই ভূষণছড়া এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত সন্ধ্যা সাড়ে ছয়টার সময় এই দূর্ঘটনা ঘটে। 

আহত সুলতানের ছেলে জাকির হোসেন জানিয়েছেন, বিকেলের পর থেকেই বজ্রপাত শুরু হলে তার বাবাসহ গ্রামের আরো কয়েকজন বাড়ির অদূরে একটি চায়ের দোকানে আশ্রয় নেন।

সন্ধ্যা সাড়ে ছয়টার সময় বিকট শব্দের একটি বজ্রপাত আঘাত হানে তাদের কাছেই। এতে করে একটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং বজ্রপাতের আঘাতে উপরোক্ত তিনজন আহত হয়। 

ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের উদ্যোশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন আহত সুলতানের স্বজন জাকির হোসেন। 

এদিকে, স্থানীয়রা জানিয়েছেন বজ্রপাতের কারনে বিভিন্ন এলাকায় স্থানীয়দের বাড়ির সোলার সিস্টেমসহ ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেছে।