মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১২:০৯ পিএম, ২০২৩-০৫-৩১
৫দফা দাবি তুলে রাঙামাটিতে মানববন্ধন করেছে নার্সিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।
বুধবার সকাল ১১টায় রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের উদ্যোগে নার্সিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বাস্তবায়নে এই মানববন্ধন করেন তারা।
রাঙামাটি নার্সিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সাজিদ আহমাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রিয়া দে, তিশা বড়ুয়া, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন সহ রাঙ্গামাটি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মানববন্ধনে ৫দফা দাবি তুলে তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক “ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিষ্টদের” ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারি কোর্স এর সমমান প্রজ্ঞাপন অনতিবিলম্বে বাতিল পূর্বক এইসসসি (H.S.C) পাশের
পর তিন (০৩) বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রীতে রূপান্তর করতে হবে।
গ্রাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস (সেবা ক্যাডার) অনতিবিলম্বে চালু করা এবং প্রথম শ্রেণীর শূণ্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
সরকারি চাকুরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা অনতিবিলম্বে নিশ্চিত করা, অন্যান্য টেকনিক্যাল পেশাজীবীদের ন্যায় পূর্বে প্রদানকৃত চাকুরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল রাখতে হবে।
সরকারি নার্সিং কলেজ ও ইন্সটিটিউট সমূহের সকল প্রকার সংযুক্তি, অতিরিক্ত স্বায়িত্ব, চলতি দায়িত্ব, নিজ বেতনের আদেশ বাতিল পূর্বক অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক, প্রভাষক, ডেমোনেস্ট্রেটর,
নার্সিং ইন্সট্রাক্টর পদ সমুহে অনতিবিলম্বে নিয়োগ দিতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা প্রদান সহ বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা ২০,০০০/- টাকায় উন্নীত করতে হবে।
নীতিমালা অনুসরণ না করিয়া যে সকল বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সকল শিক্ষ প্রতিষ্ঠান এর অনুমোদন অনতিবিলম্বে বাতিল করা এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এর আগে ৫দফা দাবিতে রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে এসে শেষ হয়। পরে জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধনে মিলিত হয়।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের গহীন জঙ্গলে মুরুং ঝর্ণা নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...বিস্তারিত
আল মামুন : আল-মামুন শকুনের দল পার্বত্য চট্টগ্রাম নিয়ে ছিনিমিনি খেলছে উল্লেখ করে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আহমদ বিলাল খান পার্বত্য রাঙামাটিতে ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাং...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক বাংলাদেশের মানুষ সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছে ক্ষমতার পালাবদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদগুলোতে সদস্য নিয়োগের ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি স...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক প্রায় দেড় যুগ পর পার্বত্য রাঙামাটি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited