‘পাহাড়ে মেধাবী জাতি গঠনে পুষ্টি নিশ্চিত করতে হবে’


নুরুল কবির    |    ০৯:৩৪ পিএম, ২০২৩-০৫-২৫

‘পাহাড়ে মেধাবী জাতি গঠনে পুষ্টি নিশ্চিত করতে হবে’

বান্দরবান সদর উপজেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধিদের নিয়ে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস এর সহযোগিতায় বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর। 

এসময় বক্তব্য রাখেন- বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভানু মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের টেকনিক্যাল এক্সপার্ট ডা: জায়েদ ইবনে সাইদ। এসময় আরও উপস্তিত ছিলেন মেডিকেল অফিসার ডা: তাফনীল ফারহানা আহমেদ ও ডা: চো চো রাখাইন।

কর্মশালায় বক্তারা বলেন- সারাদেশের ন্যায় পাহাড়ে পুষ্টি নিশ্চিত করতে পারলে রোগমুক্ত সুস্থ-সবল এবং মেধাবী জাতি গঠন করা সম্ভব। তাই শিশু-কিশোর, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়ে মা এবং কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি খাদ্যমান বিষয়ে তৃণমূল মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির আহ্বান জানানো হয়।