সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ


ওমর ফারুক সুমন    |    ১১:৩৯ পিএম, ২০২০-১০-২৮

সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ গুরুতর আহত ২ জনকে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকায় খাগড়াছড়ি  স্টেডিয়াম থেকে হেলিকপ্টারটি আহতদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়ে যায়। 

বুধবার(২৮অক্টোবর) সাজেক সড়কের মাচালং বাজার মন্দির সংলগ্ন এলাকায় দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

এসময় আহত হন মোটরসাইকেল চালক ও আরোহী মোঃ জামিল(২২), মোঃ মোরশেদ কবির শোভন(২৪ বছর) নামের দুই পর্যটক। তারা দুইজনের গ্রামের বাড়ি বরিশাল শহরে, দুজনই ঢাকায় পড়াশুনা করেন বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, মোটর সাইকেল আরোহী পর্যটক দুইজন সাজেক যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে পর্যটকবাহী পিকআপ সাজেক থেকে ফিরছিল গাড়ী দুইটিই বেপরোয়া গতিতে চলছিল যার ফলে এই দূর্ঘটনা ঘটে।

সংঘর্ষকারী মোটরসাইকেলের নাম্বার ঢাকা মেট্রো ল- 20-0702 ও পিকআপের নাম্বার চট্টমেট্রো 11-5185

আহতদের নিরাপত্তাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়।