কাপ্তাইয়ে গাঁজাসহ একজন আটক


কাপ্তাই প্রতিনিধি    |    ০৫:৫৯ পিএম, ২০২৩-০৪-০২

কাপ্তাইয়ে  গাঁজাসহ একজন আটক

রাঙ্গামাটির  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে  কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনী হতে গাঁজাসহ এক মহিলাকে আটক। করা হয়েছে ।
রবিবার (২এপ্রিল) সকাল ১১টায় রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের  উপ পরিদর্শক মো: জিন্নাত আলী ও সহকারী উপ পরিদর্শক  মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময়  রাঙ্গামাটি জেলা  পুলিশের সদস্যরা    অভিযানে সহায়তা  করেন। 
অভিযানে  ফুল নাহার প্রকাশ ফুলবানুকে (৪৫),৭শ'গ্রাম গাঁজাসহ  আটক করা হয়।
আটককৃত ফুলবানু  ৪  নং কাপ্তাই  ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের মো.সামসুল হকের  স্ত্রী। 
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জিন্নাত আলী শেখ নিজে বাদী হয়ে কাপ্তাই থানায় আসামির বিরুদ্ধে  মামলা দায়ের করেন।    গ্রেপ্তারকৃত  আসামিকে রাঙ্গামাটি কোর্ট হাজতে প্রেরণ করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।