নিজস্ব প্রতিবেদক | ০৬:৪২ পিএম, ২০২৩-০৩-৩১
রাঙামাটির নানিয়ারচরে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে
পুলিপাড়া মৈত্রী বৌদ্ধ বিহারে ৩য় তম মহাসংঘদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে পুলিপাড়া এলাকাবাসীর আয়োজনে প্রধান স্বধর্ম আলোচক
চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো সহ আমন্ত্রিত ভিক্ষুসঙ্ঘের উপস্থিতিতে ইহকাল ও পরকালে সুখ সমৃদ্ধি কামনায় পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, পিন্ডদান, প্রবজ্যা-উপসম্পাদনা গ্রহন সহ নানাবিধ দানের কার্য সম্পাদন করা হয়েছে।
এসময় আয়োজন কমিটির সভাপতি পাইসাপ্রু রোয়াজার সভাপতিত্বে প্রধান পূর্ণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার, এমপি।
বিশেষ পূর্ণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ত্রিদীব কান্তী দাস, জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, নানিয়ারচর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ে সকল ধর্মের মানুষেরা তাদের নিজস্ব ধর্মীয় উৎসব সুস্থভাবে পালন করে চলেছে। এছাড়াও চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, ত্রিপুরা, সহ ক্ষুদ্র জাতীসত্ত্বাদের ঐতিহ্য এবং তাদের জাতিসত্ত্বাকে আরো বিকশিত করার জন্য নিজস্ব ভাষায় লেখাপড়া করার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
এমপি আরো বলেন, গত কয়েক বছর আগে এই এলাকার কি পরিস্থিতি ছিল আপনারা সকলে দেখেছেন। এখানে কোন রাস্তাঘাট, বিদ্যুৎ,
উন্নয়নের ব্যবস্থা ছিল না। আজ এ এলাকায় উন্নয়নের জোয়ার বইছে, রাস্তা হয়েছে, বিদ্যুৎ এসেছে, নেটওয়ার্ক এসেছে। এই এলাকায় যত উন্নয়ন হচ্ছে তা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে সম্ভব হচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান করছি।
এসময় স্থানীয়দের মাঝে বিনামুল্যে মারমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্লাড গ্রুপ পরীক্ষা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও সন্ধ্যাকালিন সময়ে পাহাড়ি বাঙালির ভাতৃত্ব স্থাপনের তাগিদে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের ব্যবস্থা করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে দূর দুরান্ত থেকে অনেক পূর্ণ্যার্থীর সমাগমে বিহার প্রাঙ্গণ উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়।
নিজস্ব প্রতিবেদক : নানিয়ারচর জোন কর্তৃক বন্যা কবলিত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের লামায় সাদিয়া জাহান প্রকাশ সাদিয়া মনি নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশি রো...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার বাসিন্দা মো: ফারদিন ২০২২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরিক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির লংগদুতে ইয়াবা পাচার কালে ইয়াবা সহ মদক ব্যবসায়ীকে আটক করেছে লংগদু থানা পুলিশ। বুধবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড.সেলিনা আখতারের&nb...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে বান্দরবানে সাম্প্রতিক বন্যা ও পাহাড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited