বাঘাইছড়িতে ইঁট ভাটায় কাঠ পোড়ানোর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩৭ পিএম, ২০২৩-০৩-৩০

বাঘাইছড়িতে ইঁট ভাটায় কাঠ পোড়ানোর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকায় অবস্থিত এম.এম.সি ( MMC) ইট ভাটাকে  ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩০ মার্চ বেলা ৩ ঘটিকায় মহামান্য হাইকোর্টের নির্দেশে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালোনা করেন। 

ইট ভাটায় অবৈধ ভাবে গাছ পুড়ানোর দায়ে এম এম সি ব্রিক ইট ভাটার  স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় বাঘাইছড়ি থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন ইট ভাটায় যেন কাঠ পুড়ানো না হয় এবং পাহাড়ের মাটি কেটে ইট তৈরী করা না হয় সে লক্ষে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। পরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার উপজেলার চৌমুহনী বাজারে খাবার হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসময় হোটেল শাপলাকে ৩০০০ টাকা ও হোটেল বিক্রমকে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়।