রাঙামাটিতে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ১১:১৮ এএম, ২০২৩-০৩-৩০

রাঙামাটিতে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাঙামাটিতে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার ও রমজানের তোহফা বিতরণ অনুষ্ঠিত  হয়েছে। 

বৃহস্পতিবার সকালে রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রাঙামাটি প্রেস ক্লাব সম্মেলন কক্ষে  রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সিনিয়র  ভাইস প্রেসিডেন্ট  মো. মনসুর আলী'র সৌজন্যে  জেলার সদর উপজেলার বিভিন্ন  মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নিয়ে এই তোহফা প্রদান করেন । 
এতে প্রধান অতিথি ছিলেন,  রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। 

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী এর সভাপতিত্বে  জাতীয় ইমাম সমিতির সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী,  রাঙামাটি কালেক্টর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা, সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তারা বলেন, যাকাত মানে পরিশুদ্ধকরণ। যা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। সাধারণত ৫২.৫ তোলা রূপা বা ৭.৫ তোলা স্বর্ণের মালিক হলে যাকাত দিতে হবে। পরিকল্পিতভাবে যাকাত প্রদানে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। একই সাথে সুদমুক্ত অর্থনীতিক ব্যবস্থা তৈরিতেও যাকাতের ভূমিকা রয়েছে। সকল পর্যায়ের বিত্তবান মানুষ তাদের  সম্পদের হক আদায় করতে এগিয়ে আসতে হবে। যাদের সম্পদের উপর যাকাত দেওয়া ফরজ হয়েছে তারা যেন  যাকাত আদায়ে এগিয়ে আসার সেই আহ্বান জানান।