রাঙ্গামাটিতে চুরি হয়ে যাওয়া ১০৮টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করলো জেলা পুলিশ


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৫ পিএম, ২০২৩-০৩-২৯

রাঙ্গামাটিতে চুরি হয়ে যাওয়া ১০৮টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করলো জেলা পুলিশ

রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে গত চার মাসে চুরি হওয়া ১০৮টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। বুধবার (২৯ মার্চ) সকালে জেলার কোতোয়ালী থানার সামনে এক প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।
তিনি বলেন, রাঙ্গামাটিতে সাইবার ইউনিট চালু হওয়ার কারণে আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আজ আমরা ২৪টি মোবাইল যাচাই-বাচাই করে মালিকের হাতে তুলে দিয়েছি। কারো মোবাইল চুরি হয়ে গেলে আমাদের অবশ্যই জানাবেন আশা করছি আমরা আপনাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হবো।
এসময় কোতোয়ালী থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত।
উল্লেখ্য, গত ডিসেম্বর ২০২২ মাসে ৩০টি, জানুয়ারি ২০২৩ এ ২৫টি, ফেব্রুয়ারিতে ২৯টি এবং চলতি মাসে ২৪টিসহ মোট ১০৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করার পর যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। এই পর্যন্ত  উদ্বারকৃত মোবাইল ফোনের  মূল্য আনুমানিক প্রায় ২২ লক্ষ টাকা।