স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাঙামাটি বিআরটিএ’র নতুন উদ্যোগ


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ১১:৩৬ এএম, ২০২৩-০৩-২৯

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাঙামাটি বিআরটিএ’র নতুন উদ্যোগ

"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ'র উদ্যোগ ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ" এই প্রতিপাদ্যে  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ রাঙামাটির উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার  সকালে রাঙামাটি বিআরটিএ কার্যালয়ে  আয়োজিত  ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের  উদ্বোধন করেন রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক সরওয়ার মোহাম্মদ পারভেজ, বিআরটিএ রাঙামাটি সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী. আতিকুর রহমান, মোটরযান পরিদর্শক  কে মো. সাল্লাহ উদ্দিন
এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ সলিম উল্ল্যাহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
এতে  বক্তারা বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সকল কার্যক্রম রাঙামাটিতে আজ থেকে শুরু হলো। প্রার্থীদের লাইসেন্স পেতে সহজীকরণ লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যাতে কোনো প্রার্থী লাইসেন্স পেতে বারবার বিআরটিএ অফিসে যেতে না হয়। প্রধানমন্ত্রীর ঘোষণায় দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরটিএ বদ্ধপরিকর। সেই লক্ষ্যে বাংলাদেশ  সড়ক পরিবহণ কতৃপক্ষ (বিআরটিএ)  কাজ করছে।  এতে করে বিআরটিএর সব কর্মকান্ড দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে।