নাইক্ষ্যংছড়ি সীমান্তে নেপালী নাগরিক আটক


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪০ পিএম, ২০২৩-০৩-২৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নেপালী নাগরিক আটক

পার্বত্য  বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত থেকে  ১ নেপালী নাগরিককে আটক করছে বিজিবি। 
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর পৌঁনে ১২ টার দিকে এ নাগরিককে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের চাকঢালা সীমান্ত থেকে আটক করে পুলিশে দেন ১১ বিজিবি'র  এ সদস্যরা। 
আটক এ ব্যক্তির নাম-আমর তাপা পিতা দর্জিদ বুড়া তাপা। সে নেপালের ২৪  গাদি গ্রামের বড়পা থানার জাজার কোট জেলার বাসিন্দা বলে স্বীকার করেন।
পুলিশ জানান,আটক এ ব্যক্তি নেপালী। সে পাহাড়ের কোন সন্ত্রাসী গ্রুপের সদস্য কি- না জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার বিকেল নাগাদ এ সংবাদ লিখাকাল অবধি
তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলার প্রস্তুিতি চলছে।
স্থানীয় সূত্র গুলো জানান,সে পার্বত্যাঞ্চলে 
চাদাঁবাজি সহ নানা অপরাধ সৃষ্টিকারী কে
এনএফের সদস্য গোয়েন্দা সেঁজে এখানে গোপনতথ্য সংগ্রহে লিপ্ত ছিলো বলে  দাবী করেন তারা। নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ ওসি টানটু সাহা বলেন,নেপালী নাগরিক কেন মিয়ানমার সীমান্তে এসেছে খতিয়ে দেখা হবে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।