লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র টেকনোলজিস্ট করোনায় আক্রান্তঃ বন্ধ ল্যাবের কাজ


লংগদু প্রতিনিধি    |    ১২:২৩ এএম, ২০২০-০৯-০৩

লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র টেকনোলজিস্ট করোনায় আক্রান্তঃ বন্ধ ল্যাবের কাজ

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) আবুল হোসেন লিটন করোনা সনাক্ত হওয়ায় ল্যাব সংশ্লিষ্ঠ সব কার্যক্রম বন্ধ রয়েছে। জানা যায়, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহ কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন ১৩ জন।

এ পর্যন্ত উপজেলায় করোনার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১২৪জনের। এদের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) আবুল হোসেন লিটন জানান, আমরা যারা করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর সাথে জড়িত তাদের প্রায় সবাই করোনায় আক্রান্ত। এখন নমুনা সংগ্রহ করা সম্ভব কিন্তু পরীক্ষাগারে পাঠানোর মতো লোকবল নাই। আমার নমুনা আমি নিজ দায়িত্বে ০১-০৯-২০২০ সকাল বেলা রাঙামাটি করোনা ল্যাবে পাঠাই বিকাল বেলা আমাকে জানানো হয় আমি করোনা পজিটিভ।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ সমিরন ভট্টাচার্য জানান, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এক জন, তাই ল্যাব সংশ্লিষ্ঠ সব কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তবে আমরা ল্যাব ছাড়া সকল চিকিৎসা কার্যক্রম সচল রেখেছি।