বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত-৬


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৫ পিএম, ২০২৩-০৩-২০

বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে  নারীসহ নিহত-৬

বান্দরবানের রুমায় দুটি ট্রাকের মুখোমুখি  সংঘর্ষে ৪ নারীসহ ৬ জন নিহত হয়ছে। এ ঘটনায় আহত হয়ছে অন্তত ১০ জন। সােমবার দুপুর ১২টার দিকে রুমা উপজেলার বগালেকের ঢালু নামার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা রুমা উপজেলার থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।   

পুলিশ ও স্থানীয়রা জানান, বগালেকের কয়েকজন ট্রাকে করে ভিজিএফের চাল আনতে রুমা সদর যাছিলেন। যাত্রীদের অনেকেই বাজার করতে যাছিলেন। পথে বগালেক সড়কের কমলা বাগান এলাকার উঁচু ঢালু বেয় নামতে গেলে বিপরীত দিক থেকে আসা আর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে পাহাড়ের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার নারী ও রুমা  উপজলা স্বাস্থ কমপ্লেক্স নেওয়ার সময় আরও এক নারীসহ দুজন নিহত হন। এসময় আহত হন অন্তত দশজন।  
 
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলমগীর হােসেন সত্যতা নিশ্চিত করে জানান, রুমা বগালেক থেকে আসার সময় দুটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এ ঘটনায় আহত ১২ জনক উদ্ধার করে রুমা স্বাস্থ কমপ্লেক্স আনা হলে সেখানে আরাে ২ জনের মৃত্যু হয়।