বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০৯ পিএম, ২০২৩-০৩-২০

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আহমদ ও রতন কুমার বড়ুয়া এবং ২০২৩ সনের এস এস সি (সাধারণ) ও এস এস সি (ভোকেশনাল ) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ২০ মার্চ সোমবার সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উঃ খেমাচারা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পুলক বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খাঁন,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুরুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী, সিনিয়র শিক্ষক রফিক উদ্দিন, সহকারী শিক্ষক কনক বড়ুয়া, আইসিটি শিক্ষক ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ শামসুল আলম, বাঙ্গালহালিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক চাইথোয়াই মং মারমাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ প্রমুখ।
বিদায় ছাত্র-ছাত্রী সাধারণ ৩১৩   জন , ভোকেশনাল ১১০ জন  মোট ৪২৩জন বিদায় নিয়েছেন।