নানিয়ারচরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সফটওয়্যার ব্যবহারের উপর অনলাইন প্রশিক্ষণ


নানিয়ারচর প্রতিনিধি    |    ১১:৫৯ পিএম, ২০২০-১০-২৭

নানিয়ারচরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সফটওয়্যার ব্যবহারের উপর অনলাইন প্রশিক্ষণ

জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে সংশ্লিষ্ট আইন, বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ, কার্যক্রম সম্প্রসারণ, উদ্ভাবন এবং BDRIS (BRIS-Upgradation) সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত সমন্বিত অনলাইন প্রশিক্ষনের আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয় হতে অনলাইনে প্রশিক্ষণ গ্রহনকালে রেজিস্টার জেনারেল মানিক লাল বণিক, কনসালটেন্ট সাবেক সচিব মোঃ নজরুল ইসলাম, ডিফরএইচ কান্ট্রি কো-অর্ডিনেটর,  ড. আলী আকবর আশ্রাফী, মঈন উদ্দীন, রাঙামাটি জেলা প্রসাশক এ কে এম মামুনুর রশীদ, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। 

অনলাইনে প্রশিক্ষণ গ্রহন অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয় থেকে জেলা ও উপজেলার জন্ম ও মুত্যু নিবন্ধন সর্বশেষ অবস্থান সম্পর্কে খোঁজ  নেওয়া হয়। এছাড়া পাহাড়ি অঞ্চলে এবং সমতল জেলা গুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার, নিবন্ধনের ক্ষেত্রে বাধাসহ নানাবিধ সমস্যা সমাধানে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং ইউপি সচিবগণ সংযুক্ত হয়ে জন্ম ও মুত্যু নিবন্ধনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এসময় বক্তারা নিবন্ধন মাসিক লক্ষ্যমাত্রা, নিবন্ধনের প্রয়োজনীয়তার গুরুত্ব, সিআরডিএস এর পটভুমি এবং বাংলাদেশের মডেল সম্পর্কে তুলে ধরেন। এছাড়াও কনসালটেন্ট সাবেক সচিব মো. নজরুল ইসলাম, প্রোগ্রামার ফাহমিদা শিরিন অনলাইনে প্রশিক্ষণে যুক্ত হয়ে নতুন সফটওয়ারের ব্যবহার সহ বিভিন্ন তথ্য চিত্র তুলে ধরেন।